আমরা এ গভেষনা করে হাদিসটির সমর্থনে তিনটিরও বেশী হাদিস পাই।

হাদিস নং ১.



হযরত আবি ইনাবাতাল খোলানী (রা.) হতে বর্নিত রাসুল (দ.) ইরশাদ করেন " যমিন বাসী থেকে অবস্থানের স্থান রয়েেছ তোমাদের প্রভুর সেই অবস্থানের (কুদরতী) স্থান হলো মু'মিনের ক্বলব বা অন্তর।

রেফারেন্স :

(১) তাবরানী, মুসনাদে সামীন,২/১৯পৃ.হাদিসঃ ৮৪০,
(২) জালালুদ্দিন সুয়ূতী, জামেউস সগীর,১/৩৬৪পৃ. হাদিসঃ ২৩৭৫ ও জামিউল আহাদিস, ৯/১৯৬পৃ.৮২৩৩
(৩) সাখাভী, মাকাসিদুল হাসানা, ৩৮০পৃ.হাদিসঃ ৯৯০
(৪) আজলূনী, কাশফুল খাফা, ২/১৭৫পৃ.হাদিসঃ২২৫৪
(৫) ইরাকী, তাখরীজে ইহইয়াউল উলূমুদ্দিন, ১/৮৯০পৃ.
(৬) শায়খ ইউসুফ নাবহানী,ফতহুল কাবীর,১/৩৭৭পৃ. হাদিসঃ৪০৯১
(৭) মানাভী, ফয়যুল কাদীর,২/৬২৯পৃ.
(৮) আহলে হাদিস নাসিরুদ্দীন আলবানী তার সহিহ হাদিসের গ্রন্থ " সিলসিলাতুল আহাদিসুস সহিহা,হাদিসঃ ১৬৯১ ও সহিহুল জামে, হাদিসঃ ২১৬৩ এ তার দু'টি গ্রন্থের মধ্যে হাদিসটি কে হাসান বা গ্রহনযোগ্য বলে উল্লেখ করতেছেন, কিন্তু আহলে হািদসরা আবার সুযোগ বুঝে তাদের ইমামের কথাও অস্বীকার করে বসে।


হাদিস নং ২



চার মাযহাব এর অন্যতম একজন ইমাম আহমদ ইবনে হাম্বল (রহ.) বর্ণনা করেন,
হযরত ওহ্হাব ইবনে মুনাব্বাহ (রা.) হতে বর্নিত তিনি বলেন,

" নিশ্চয় মহান আল্লাহ তা'য়ালা আসমান সমূহকে খুলে দিয়েছেন হিযকিল নামক এক ফিরেশতার জন্য। তিনি আরশ পর্যন্ত দেখতে পেলেন এবং বললেন আল্লাহ তুমি পাক পবিত্র, তোমার শান মহান। অতঃপর মহান আল্লাহ বললেন নিশ্চই আসমান সমূহ ও আরশ দূর্বলতা প্রকাশ করছে আমাকে স্থান দিতে কিন্তু মু'মিনের কলব বা অন্তর নম্রতা প্রকাশ করে আমাকে গ্রহন করতেছে।

রেফারেন্স :-

(১) ইমাম আহমদ ইবনে হাম্বল, কিতাবুল যুহুদ,১/৬৯পৃ. দারুল কুতুব ইলমিয়্যাহ, বয়রুত, লেবানন,
(২) সাখাভী, মাকাসিদুল হাসানা,৪২৯পৃ.হাদিসঃ৯৮৮
(৩) আজলূনী,কাশফুল খাফা,২/১৯৫পৃ. হাদিসঃ ২২৫৪
(৪) মোল্লা আলী ক্বারী,আসারুল মারফূআ ফি আখবারিল মাওদ্বুআত,৩১০পৃ.
(৫) মানাভী, ফয়যুল কাদীর, ১/২৮২পৃ.
(৬) ইবনুল ইরাক,তানযিহুশ শরিয়াহ,১/১৪৮পৃ.
(৭) আব্দুল হাই লাখনৌভি, আসারুল মারফূআ, ৩১০পৃ.
(৮) সুয়ূতী, লা-আলিল মাসনূ, ১/২৯৩পৃ.
(৯) আব্দুল করীম জিললী আশ শাফেয়ী (রহ) : ইনসানে কামীল
(১০) নাবহানী : যাওয়াহিরুল বিহার : ১/২৮৩ পৃ

ইমাম সাখাভী, আজলূনী হাদিসটি কে গ্রহনযোগ্য বলেছেন।


হাদিস নং ৩ :



হয়রত ইবনে উমর (রা) হতে বর্নিত,

একদা এক ব্যাক্তি রাসুল (সা) কে জিজ্ঞেস করলেন আল্লাহ কি আসমানে না জমীনে? তিনি বললেন আল্লাহ তার মুমিন বান্দা দের কলবে।

রেফারেন্স :

(১) ৩ লক্ষ হাদিসের হাফেজ ইমাম গাজ্জালি (রহ) : ইহইয়াউল উলুমুদ্দিন ৩/১৫
পৃ

ú
Top