নামধারী আহলে হাদীস সর্দার মুজাফফর বিন মুহসিন বলেছেন, নীচের হাদীসটি নাকি দুর্বল!!
দেখুন,
জাল হাদীসের কবলে রাসুলুল্লাহ (সা) এর সালাত/ ৩৪
হাদীসঃ
হযরত আবু আইয়ূব (রা) থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, রাসুলগণের সুন্নাত চারটি। লজ্জা করা, আতর ব্যবহার করা, মিসওয়াক করা, এবং বিবাহ করা।
আরবী এবারতঃ
حدثنا سفيان بن وكيع حدثنا حفص بن غياث عن الحجاج عن مكحول عن أبي الشمال عن أبي أيوب قال قال رسول الله صلى الله عليه وسلم أربع من سنن المرسلين الحياء والتعطر والسواك والنكاح
হাদীসটি বর্ণনা করেছেন ইমাম তিরমিযী (রাহ) তার জামি’তে। বর্ণনা শেষে তিনি বলেছেন, হাদিসটি হাসান (সহীহ)।
তিনি বলেছেন,
حديث حسن غريب
রেফারেন্সঃ
জামি তিরমিযি- ৩/৩৮২
ফাতহুল গাফফার -৩/১৩৯৬
কেউ কেউ এ হাদীসকে দুর্বল বলার চেষ্টা করেছেন। কিন্তু মুবারকপুরী তার জবাব দিয়েছেন। বলেছেন,
وقد عرفت أنه مجهول إلا أن يقال : إن الترمذي عرفه ولم يكن عنده مجهولا ، أو يقال إنه حسنه لشواهده
অর্থাৎ, আমি এ হাদিসের একজন রাবী সম্পর্কে জানিনা। তিনি মাজহুল (অপরিচিত)। তবে ইমাম তিরমিযি (রাহ) হয়ত তাকে চিনতেন এবং এ রাবী তাঁর নিকট অপরিচিত ছিলেন না। অথবা তিনি হাদীসটিকে অন্যান্য সনদ থাকার কারণে ‘হাসান’ বলেছেন।
রেফারেন্সঃ
তুহফাতুল আহওয়াযী।
এ সনদ ছাড়াও অন্য সনদে এ হাদিসটি বর্ণিত হয়েছে-
رَوَى هَذَا الْحَدِيثَ هُشَيْمٌ ، وَمُحَمَّدُ بْنُ يَزِيدَ الْوَاسِطِيُّ ، وَأَبُو مُعَاوِيَةَ ، وَبِهِ غَيْرُ وَاحِدٍ عَنِ الْحَجَّاجِ ، عَنْ مَكْحُولٍ ، عَنْ أَبِي أَيُّوبَ
এ সনদে কিন্তু সেই মাজহুল (অপরিচিত) রাবী নেই, যাকে নিয়ে কেউ কেউ সন্দেহ পোষণ করেছিলেন।
রেফারেন্সঃ
জুয উ ইবনিদ দিমইয়াতী-১৩
হামযা আহমাদ যাইন ও বলেছেন, হাদীসটির সনদ হাসান। অর্থাৎ হাদীসটি সহীহ।
রেফারেন্সঃ
শুয়াবুল ঈমান-২৩৫৮১
আলবানী কিন্তু প্রথমে দুর্বল বললেও পরে অন্য স্থানে এ হাদিসটিকে হাসান বলতে বাধ্য হয়েছেন।
382 - [ 7 ] ( حسن )
وعن أبي أيوب قال : قال رسول الله صلى الله عليه وسلم : " أربع من سنن المرسلين : الحياء ويروى الختان والتعطر والسواك والنكاح " . رواه الترمذي
রেফারেন্সঃ
মিশকাতুল মাসাবীহ-৩৮২- ১/৮২
যেখানে পর্যালোচনা করে হাদীসটিকে হাসান তথা সহীহ এর পর্যায়ের ব্যাপারে সিদ্দান্ত দেয়া হয়েছে, সেখানে নামধারী আহলে হাদিস সর্দার মুজাফফর কিন্তু এক পায়ে খাঁড়া।
চোখ বন্ধ করে ফোতোয়া দিয়ে দিলেন, হাদীসটি দুর্বল!!!!!

https://smartanalysis.wordpress.com/
ú
Top