হানাফী মাযহাব হচ্ছে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মাযহাব। দেখুন কিভাবেঃ

হযরত উমার রাদিয়াল্লাহু আনহু হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে ইরাকের কুফা নগরীতে মানুষকে দ্বীন শিক্ষার জন্য প্রেরণ করেছিলেন।

কুফা তে তাঁর ছাত্রদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন ইমাম ইবরাহীম নাখয়ী রাহিমাহুল্লাহ। পরবর্তীতে ইবারাহীম নাখয়ী (রহঃ) হযরত আব্দুল্লাহ বিন মাসউদ (রাঃ) এর মাযহাব ও ফতোয়া চালু রেখেছিলেন। এবং সে অনুপাতে তিনি ছাত্রদেরকে তা'লীম দিয়েছিলেন।

তাঁর ছাত্রদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন হাম্মাদ বিন সুলাইমান (রহঃ)। ইমাম হাম্মাদ বিন সুলাইমান (রহঃ) একই ধারাবাহিকতায় প্রাপ্ত ইলম এবং ফতোয়া জারী রেখেছিলেন এবং সে অনুপাতে তাঁর ছাত্রদেরকে তা'লীম দিয়েছিলেন।

আর হাম্মাদ বিন সুলাইমান (রহঃ) এর ছাত্রদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন ইমাম আবু হানীফা (রহঃ)।
সুতরাং হানাফী মাযহাব এর মূল শিকড় হচ্ছে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মাযহাব।

ú
Top