****একটা পাএে পানি নিয়ে তার সাথে একটা ব্যাঙ নিয়ে পানি টা গরম করা শুরু করা হল।পানির তাপমাএা বৃদ্ধির সাথে সাথে ব্যাঙটি ও তার শরীরের তাপমাএা বৃদ্ধি করে সহ্য করার চেষ্টা করছিল। কিন্তু ব্যাঙটি ইচ্ছে করলে লাফ দিতে পারত সেই দেয় নাই। সে সহ্য করতে  চেষ্টা  করছিল। কিন্তু যখন তাপমাএা  সহ্য করতে পারছিলনা তখন সেই লাফ দিতে  চাইল ততখনে তার দেহে শক্তি সামথ্য আর ছিলনা শেষ পযর্ন্ত  সে মারা গেল।

----প্রশ্ন করা যদি হয় ব্যাঙটি কিভাবে মারা গেল?
অনেকে বলবেন গরম পানিতে পরে মারা গেল।কিন্তু আসলে কি তাই "   না
ব্যাঙটি সিদ্ধান্ত নেওয়াতে ভুল করল।কারন শক্তি সামথ্য  থাকা সত্বে ও সে তখন লাফ দেয়নি, যখন শক্তি অবশিষ্ট ছিলনা তখন সেই লাফ দিতে চেষ্টা করল।

***টিক তেমনি প্রতিটি মানুষের স্থান,কাল,পাএ ভেদে একেকটা বিষয় একেক রকম হয়।

***যেখানে সহ্য করার শক্তি রয়েছে সেখানে সহ্য করুন।

***সটিক সিদ্ধান্ত নিতে হবে পরিস্থিতি  বিশ্লেষন করে যাতে সফল হয়।
অযথা ব্যাঙকের মত রাগ,বদমেজাজ, অলসতা করে নিজের ভাগ্যর উপর দোষ চাপাবেন না।

ú
Top