ইয়া রাসুলাল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -
♥ আপনার শান বর্ণনা করে হৃদয় প্রশান্তি লাভ করে।
♥ সৃষ্টির আদিতে আপনি (সৃষ্ট), (নবীগণের) অন্তে প্রেরিত, (আখিরাতে) সর্বপ্রথম উত্থানকারী। (কুরআন-হাদিস)
♥ আপনি সেই মহান স্বত্তা যার আগমনের সত্যায়নকারী ছিলেন সয়ং আল্লাহ ও তার সাক্ষী ছিলেন প্রভু সহ তামাম নবী-রাসুলগণ (আল-কুরআন অনুযায়ী)
♥ আপনি নবী আল-উম্মী কারণ আপনার শিক্ষক স্বয়ং আল্লাহ, আপনার খাদেম স্বয়ং জিব্রাইল (আঃ), আপনার বাহন হল বোরাক।
♥ আপনার বংশের আদি থেকে অন্ত পর্যন্ত সকলেই উত্তম ও ধন্য।
♥ আপনি একমাত্র সৃষ্টি যার শান ও সিফাত সয়ং খোদা তা'য়ালা বর্ণনা করেন আর তামাম মাখলুকাত তো করেই। (আল-আহযাব ৫৬)
♥ কঠোর সাধনার ইবাদত করে যে জান্নাতের টিকেট মিলে না আপনাকে স্বপ্নে দেখিলে তা নিশ্চিত। সুবহানাল্লাহ
♥ যারা আসে এসেছিল, যারা এসেছে, যারা এখনো আসেনি তারা সবাই আপনার শান-সিফাত বর্ণনাকারী।
♥ আমার ধরাতে আসার, বিদায় নেয়ার আর পরকালে উথিত হওয়ার মাকসুদ এই যে, আল্লাহর জন্য ইবাদত আর আপনার জন্য ভালবাসা।
♥ আমার হৃদয়-আত্মা, সমগ্র অস্তীত্ব জুড়ে শুধু আপনি আর আপনার রব।
♥ আপনার পথ আমাদের আদর্শ, আপনার কথা-কাজে প্রতিফলিত হয় প্রভুর নিদর্শন।
♥ আপনার আশিক যারা তাদের আশিক আমরা,
♥ আপনাকে যারা ভালবাসতে পারে নি তাদের মত হতভাগ্য আর নেই।
♥ আপনিই হবেন হাশরের ময়দানে সর্বপ্রথম শাফায়াতকারী।
♥ আপনার দ্বারাই সর্বপ্রথম জান্নাতের দ্বার উন্মুক্ত হবে।
♥ আপনার আদিতে কিংবা অন্তে আপনার মত দ্বিতীয়জন প্রভুর ধরনীতে আর কেউ নেই, আপনি বেমিসাল।
♥ আপনার মত সর্বোত্তম রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম), সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম মাখলুক (সৃষ্টি) পেয়ে আমরা সর্বোত্তম উম্মত।

ALHAMDULILLAH

www.sahihaqeedah.com
www.sunni-encyclopedia.blogspot.com

ú
Top