নীলাভ ছলনা
→ মাসুম বিল্লাহ সানি

জনমের তরে - অমর করে 
সাজিয়েছি তোমায়,

আবেগের নীড়ে - ছোট্ট কুটিরে
লীলাভ ছলনায় !



তেপান্তের বায়ুবহে - বালু কণিকার 
ধূষর আভাসে,

স্বপ্ন সেথায় - দিশা হারায়,
ছন্দের কবিতায় ! 



নিখিল ধরা - মর্মান্তিক চরনে,
ক্ষয় হইয়াছে রচয়িতার রচনা সম্ভারে

লিখিল কবি - গাহিল গান,
কেন করিয়াছি এ বিষপান?

[বিঃদ্রাঃ অনুমতি ব্যতীত কিংবা নিজের নাম দিয়ে কপি না করার অনুরোধ রইল]
ú
Top