আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত,  তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ 


শহীদরা পাঁচ প্রকার-
(১) মহামারীতে মৃত ব্যক্তি, 

(২) পেটের অসুখে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তি, 

(৩) পানিতে ডুবে মৃত ব্যক্তি, 

(৪) দেয়াল চাপা পড়ে মৃত ব্যক্তি এবং 

(৫) আল্লাহর পথে জিহাদ করে মৃত ব্যক্তি। 

মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ১৫৪৬
হাদিসের মান: সহিহ হাদিস 

ú
Top