```মানবতা```
→ মাসুম বিল্লাহ সানি
_____________


জীবন যেখানে রংগিন গ্লাসে ঢাকা,
সেখানে মানবতা উষ্ণ বাষ্পে অদৃশ্যমান।

আমি তাহার পথ চেয়ে আছি,
বিবেকের কড়াঘাতে পুনঃপুন দুদূল্যমান!

হৃদয়ের মূর্ছনা কাটিয়া উঠিছে,
তবুও আজ আমি নিস্তেজ কঠিন পাথর!

আমার রুক্ষ আবেগের চাঁদরে,
জড়াতে পারে নি তারে '
তাই আমি ব্যর্থতার স্লোগান দিচ্ছি,
দ্যর্থ কন্ঠজোড়ে !
(সংক্ষেপিত

ú
Top