সংক্রান্তিময় জীবন
→ মাসুম বিল্লাহ সানি

"একাকী নিরলে,
ভাবিয়াছি বিরলে -

কতই না ভ্রান্তি শুধু ,
আমার এ কপালে !"

সহেছি কত বেদনা,
পাহাড় যন্ত্রনা !

চাপা দিয়াছি প্রস্তর দিয়া,
দুঃখে কষ্ঠে জর্জরিত হিয়া !

পাই নাই কোন পথ,
একাকী মনোরথ ! 

পথে'র সঙ্গী ,
যে'বা করে মোরে মুক্তি ! 

বাড়াইয়া দিয়াছে তব হাত,
চাহিয়া মোর তরে !

পাই নাই খুঁজিয়া তারে,
এমনি সঙ্গী দ্বারে ! 

তাহা'র বীনা মিলিয়াছি ,
আমি দুঃখে'র আধাঁরে ! 

গৃহীত হই নাই ,
আমি অনন্তকালের দ্বারে ! 
ú
Top