→ মাসুম বিল্লাহ সানি

"জীবন হল এমন এক বহমান নদী,
যার এক তীর থেকে যাত্রা শুরু করে অপর তীরে
পৌছাতে পৌছাতে মানুষ হাজার স্বপ্ন দেখে :o


কিন্তু হায় যখনই সে তীরে পৌছায়,
তার স্বাদের জীবনের সমস্ত স্বপ্ন গুলো অপুর্ন রেখেই-
বিদায় ঘন্টা বেজে উঠে। " :(


আজ আমার মনে হয় আমি মাঝ নদীতে এসে পৌঁছেছি,
কিন্তু আসল খবর তো দয়াময় প্রভুর↑ কাছে -
যিনি আমাকে এই যাত্রায় পাঠিয়েছেন।
তিনিই কেবল জানেন সেই নদীর তীর কত নিকটে :


 
Top